Advertisement

Friday, April 8, 2016

9:39 PM
ইনজুরির কারণে কাটারবয় মোস্তাফিজুর রহমানের খেলা হয়নি টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব। তাসকিন ও আরাফাতের নিষেধাজ্ঞায় বাধ্য হয়েই মাঠে নামতে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। তাতেই ঝুলিতে ৯ উইকেট। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। ষষ্ঠ আসরে যা রেকর্ড হয়েই থাকল। এবার আইপিএল মিশন। তবে ইনজুরি চিন্তা থেকেই যাচ্ছে। দ্বিতীয়বার যাতে একই ইনজুরিতে আক্রান্ত না হন, সে জন্য সানরাইজ হায়দরাবাদের ফিজিওকে বিস্তারিত নির্দেশনা পাঠিয়েছেন বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
পুরনো ইনজুরি যাতে আবার মাথাচাড়া দিয়ে না ওঠে সে জন্য সব নির্দেশনা পাঠাতে হয়েছে। বিসিবির ফিজিও বায়েজিদ বলেন, ‘বোলিং নিয়ে আপাতত মোস্তাফিজের কোনো সমস্যা নেই। তবে থ্রোয়িং নিয়ে কিছু সমস্যা আছে। ৫০ গজ বা এমন জায়গা থেকে থ্রোয়িং করতে পারছে। তবে সীমানা থেকে এখনো পুরোপুরি থ্রো করতে পারছে না। এমনিতেও সীমানা থেকে খুব বেশি একটা থ্রো করতে হয় না। তার পরও আস্তে আস্তে কিভাবে বাহুতে প্রেসার দিয়ে থ্রোয়িং স্বাভাবিক অবস্থায় আনতে হবে, তা জানিয়ে দিয়েছি।’
আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের নবম আসর। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরুর বিপক্ষে মোস্তাফিজের মিশন শুরু হবে ১২ এপ্রিল থেকে। মোস্তাফিজের চোটের ইতিহাস এবং ফিটনেস ট্রেনিং, অনুশীলনে ও নেটে তাকে কিভাবে সামলানো উচিতÑ সেটি বিস্তারিত জানিয়ে বায়েজিদুল সানরাইজার্স হায়দরাবাদের ফিজিও থিও কাপাকুলাকিসকে কয়েক দফায় ই-মেইল করেন। তার কথায়, ‘একেকজন ক্রিকেটারকে সামলাতে হয় একেকভাবে। মোস্তাফিজের ক্ষেত্রে আমরা দুই দিন বোলিং করিয়ে এক দিন বিশ্রাম দিই। কখনো অবস্থা বুঝে এক দিন বোলিং, এক দিন বিশ্রাম। এসব ব্যাপার জানিয়েছি। নেটে বা অনুশীলনে কতটুকু লোড দেয়া উচিত, ওর শরীরের ধরন কেমন প্রভৃতি বিস্তারিত জানিয়েছি।’
অবশ্য তাকে দেশ ছাড়ার আগেও কিছু টিপস দেয়া হয়েছে। দল তথা ফিজিও যাই করুন না কেন, পরিস্থিতির সাথে তাকেই খাপ খাওয়াতে হবে। এ বিষয়ে বায়েজিদ বলেন, ‘নানা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে ওকেই। যাওয়ার আগে সব কিছু বুঝিয়ে দিয়েছি। ফিটনেস ড্রিল থেকে শুরু করে সব কিছু লিখিত আকারে দেয়া হয়েছে। ঠিকমতো অনুসরণ করলেই হলো।’ 

0 comments:

Post a Comment