Advertisement

Saturday, April 9, 2016

2:54 AM
তামিম ইকবাল বাবা হন গত ২৮ ফেব্রুয়ারি। ঘরের
মাঠে এশিয়া কাপ চলাকালে তাঁর ছেলে পৃথিবীর
আলো দেখে। মাঝখানে বেশ কয়েকদিন সন্তানকে
প্রচারের আলোয় রাখেননি বাংলাদেশের এই
ওপেনার।
দীর্ঘদিন পর তামিমপুত্র আরহাম ইকবাল খানকে
জনসম্মুখে আনা হলো। শুক্রবার রাতে চট্টগ্রামের
একটি হোটেলে তামিম জুনিয়রের আকিকার
আয়োজন করা হয়। সেখানেই ভক্তদের সামনে পুত্রকে
হাজির করেন বাংলাদেশ দলের এই হার্ডহিটার
ব্যাটসম্যান।
৩৮ দিন পর সন্তনকে জনসম্মুখে এনে বেশ উচ্ছ্বসিত
ছিলেন এই ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপ
পরবর্তী সময়ে ছুটির আমেজে আছেন তিনি। তাই এই
সময়ে সন্তানের আকিকাটা করে ফেললেন।
তামিমের সময়টাও এখন বেশ ভালোই যাচ্ছে।
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
দল ভালো কিছু করতে না পারলেও তিনি ছিলেন
সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় ম্যাচে ২৯৫ রান করেন।
একটি দারুণ শতক ও একটি অর্ধশতকও করেন তিনি এই
আসরে।
শুধু তাই নয়, এই আসরে পার হয়েছেন টি-টোয়েন্টিতে
হাজার রানের মাইলফলক। তা ছাড়া ছয় ইনিংসে
ব্যাট করে তিনি ১৪টি ছক্কা হাঁকিয়েছেন এবং
২৪টি চারের মার ছিল তাঁর এই ইনিংসগুলোতে।
এবারের বিশ্বকাপে যা কারোরই ছিল না।

0 comments:

Post a Comment