Advertisement

Saturday, April 9, 2016

4:32 AM
বাংলাদেশ সফর : তাড়াহুড়া করবে না শ্রীলঙ্কা
চলতি মাসেই শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফর করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু তারা জানিয়েছে, এ নিয়ে তাড়াহুড়া করবে না। সফর পিছিয়ে তারা আগামী বছরের ফেব্রুয়ারি আসতে পারে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। সফর ঠিকই হবে। তবে এ বছরের এপ্রিল নয়, সেটি পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছে লঙ্কানরা।’

এফটিপি অনুযায়ী, এ বছর আগস্টে একটি টেস্ট খেলতে প্রথমবারের মতো ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যদিও এর দিন-তারিখ এখনো ঠিক হয়নি। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ দল দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলতে এর আগে কখনোই ভারত সফরে যেতে পারেনি। এবার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে মুশফিক-সাকিবদের।

এরপর অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। তারপর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরজ খেলার কথা মাশরাফি-মুশফিকদের।

0 comments:

Post a Comment