Advertisement

Tuesday, April 5, 2016

7:37 PM
স্পোর্টস ডেস্ক : আইপিএলে খেলতে এরই মধ্যে
ভারতে পৌঁছেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর
রহমান। মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে এ দুই
তারকা জেড এয়ারওয়াজের একটি ফ্লাইটে ঢাকা
ছাড়েন। ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যান
কলকাতায়। সাকিব কলকাতায় থেকে গেলেও
মুস্তাফিজ হায়দরাবাদের ফ্লাইট ধরেছেন।
বাংলাদেশ সময় রাত ৮টায় তার হায়দরাবাদে
পৌঁছানোর কথা রয়েছে।
টানা পঞ্চমবারের মতো কলকাতা নাইট
রাইডার্সের হয়ে এবার খেলবেন সাকিব।
অন্যদিকে আইপিএলে প্রথমবারের মতো
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন
মুস্তাফিজ।
প্রথমবারের মতো বিদেশের কোনো লীগে খেলতে
যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন
মুস্তাফিজ। শুধু নিজের জন্য নয় সাকিবের জন্য
দোয়া চেয়েছেন তিনি।
মুস্তাফিজ বলেন, ক্যারিয়ারে প্রথমবারের মতো
আইপিএল খেলতে যাচ্ছি। খুবই ভালো লাগছে।
আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো করতে
পারি। শুধু আমার জন্য না, সাকিব ভাইয়ের জন্যও
সবাই দোয়া করবেন।
গত আইপিএল টিভিতে দেখার সময়ও হয়তো
মুস্তাফিজ ভাবেন নি, পরের আসরেই তিনি
সেখানে খেলবেন। এ ব্যাপারে মুস্তাফিজ বলেন,
এমন কিছু ভাবা হয়নি। আল্লাহ সুযোগ করে
দিয়েছেন। চেষ্টা করব ভালো কিছু করার।
সাকিবের সঙ্গে একই দলে খেলতে না পারায়
তিনি বলেন, সাকিব ভাই ও আমি একসঙ্গে খেলতে
পারলে খুবই ভালো হতো। জাতীয় দলের হয়ে যখন
খেলি, তখন তো ভাই হয়েই থাকি। ওখানে একসঙ্গে
খেলতে পারলে আরো ভালো হতো। একসঙ্গে
থাকতে পারতাম, খেলতে পারতাম।
সাকিবের বিপক্ষে খেলার প্রসঙ্গে তিনি বলেন,
ওই সময় আরো ভালো লাগবে। সাকিব ভাইকে
মাঝে মাঝে পাব। তখন কথা বলতে পারব। খুব
ভালো হবে।
এর আগে অবশ্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল)
ডাক পেলেও চোটের কারণে গত ফেব্রুয়ারিতে
আরব আমিরাতে সেই টি-টোয়েন্টি টুর্নামেন্টে
খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের।


0 comments:

Post a Comment